রসায়ন থেকে আরো প্রশ্ন

Show Important Question


321) Muriatic acid used in household work is diluted form of — / বাড়িতে ব্যবহৃত মিউরিয়েটিক অ্যাসিড নিম্নলিখিত দ্রব্য থেকে লঘুকৃত
A) Acetic acid/ অ্যাসেটিক অ্যাসিড
B) Hydrochloric acid/ হাইড্রোক্লোরিক অ্যাসিড
C) Oxalic acid/ অক্সালিক অ্যাসিড
D) Aqua regia/ অ্যাকোয়া রিজিয়া (অম্লরাজ)

322) Phenyl used in household work is a derivative of — / বাড়ির কাজে ব্যবহৃত ফিনাইল নিম্নলিখিত দ্রব্য সম্পর্কিত
A) Methyl alcohol/ মিথাইল অ্যালকোহল
B) Tartaric acid/ টারটারিক অ্যাসিড
C) Benzene/ বেঞ্জিন
D) Anthracene/ অ্যানথ্রাসিন

323) Spraying of DDT in crop plants produces pollution of — / শস্যক্ষেত্রে DDT স্প্রে করলে দূষিত হয়
A) Air only/ শুধুমাত্র বাতাস
B) Air and soil only/ শুধুমাত্র বাতাস ও মাটি
C) Air, soil and water only/ শুধুমাত্র বাতাস, মাটি ও জল
D) Air and water only/ শুধুমাত্র বাতাস ও জল

324) The material extracted from bauxite is— / 'Bauxite' নিম্নলিখিত দ্রব্য উত্পন্ন হয়—
A) Aluminium/ অ্যালুমিনিয়াম
B) Alumunia/ অ্যালুমিনা
C) Biotite mica/ বায়োটাইট অভ্র
D) Chalcopyrite/ চালকোপাইরাইট

325) Calculate the sheilding suffered by valence electron in fluorine / ফ্লুরিনের যোজ্যতা ইলেকট্রনের শিল্ডিং -এর পরিমাপ—
A) 5.20
B) 4.80
C) 5.80
D) 4.85

326) How many gms of dibasic acid (mol wt 200) should be present in 100 ml of its aqueous solution to give 0.1(N) strength ? / একটি 100 ml জলীয় দ্রবণে কতটা পরিমাণ একটি দ্বিক্ষারীয় অ্যাসিড (আণবিক ওজন 200) যোগ করা হলে দ্রবণটির মাত্র 0.1 (N) হয় ?
A) 2 gm
B) 1 gm
C) 10 gm
D) 20 gm

327) Which one of the following is a thermoplastic polymer ? / নিম্নোক্ত কোন যৌগটি থার্মোপ্লাস্টিক ?
A) Rubber/ রবার
B) Nylon 6-6/ নাইলন 6-6
C) PVC
D) Bakelite/ বেকেলাইট

328) Proteins are detected by / প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা হল—
A) Molish's test/ মলিশেষের পরীক্ষা
B) Biuret test/ বিউরেট পরীক্ষা
C) DNP test/ ডি.এন.পি. পরীক্ষা
D) Benedict's test/ বেনেডিক্টের পরীক্ষা

329) Vulcanisation is the process of heating rubber with 3 - 5% of / 3 - 5% পরিমাণে যে পদার্থ দিয়ে রাবার উত্তপ্ত করার প্রক্রিয়াকে ভালকানাইজেশন বলে তা হল—
A) Sulphur/ গন্ধক
B) Lime/ চুন
C) Potassium permanganate/ পটাশিয়াম পারম্যাঙ্গানেট
D) Naphthalene/ ন্যাপথালিন

330) Ozone depletion in Antarctica is caused by the formation of / নিম্নোক্ত যৌগ উত্পাদনের মাধ্যমে আন্টার্কটিকার ওজন ক্ষয়িত হচ্ছে :
A) Nitrogen dioxide/ নাইট্রোজেন ডাই অক্সাইড
B) Sulphur dioxide/ সালফার ডাই অক্সাইড
C) Freon/ ফ্রিয়ন
D) Chlorine nitrate/ ক্লোরিন নাইট্রেট

331) Brass is an alloy of / পিতল নিম্নোক্ত ধাতুদ্বয়ের সংকর
A) Iron and Copper/ লোহা ও তামা
B) Copper and Tin/ তামা ও টিন
C) Copper and Aluminium/ তামা ও অ্যালুমিনিয়াম
D) Copper and Zinc/ তামা ও দস্তা

332) Which of the following is a good nuclear fuel ? / নীচের কোনটি সবচেয়ে উপযুক্ত নিউক্লীয় জ্বালানি
A) Uranium 238/ ইউরেনিয়াম 238
B) Plutonium 239/ প্লুটোনিয়াম 239
C) Neptunium 239/ নেপচুনিয়াম 239
D) Thorium 236/ থেরিয়াম 236

333) Attempt is being made to regulate vehicular pollution by autorickshaws through switching over to / যানবাহন দ্বারা বায়ুদুষণকে নিয়ন্ত্রণের প্রচেষ্টা স্বরূপ অটো রিক্সাকে জ্বালানি বদলানোর নির্দেশ দেওয়া হয়েছে নিম্নোক্ত জ্বালানির সাহায্যে :
A) Petrol/ পেট্রল
B) Alcoholic fuel/ মাদক দ্রব্য থেকে উৎপাদিত জ্বালানি
C) CNG/ সি.এন.জি.
D) Diesel/ ডিজেল